ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আহতদের অবস্থা উন্নতির দিকে: রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বাংলাদেশিদের অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেন, একজনের অবস্থা একটু সিরিয়াস হলেও বাকি সবাই স্থিতিশীল আছেন। তাই দুয়েক দিনের মধ্যেই তারা দেশে ফিরতে পারবেন বলে জানান রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি নাগরিকদের দেখতে গিয়ে সাংবাদকদের তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, আহদের মধ্যে শাহরিন আহমেদ নামে একজন আজ দেশে ফিরছেন। বিমান ঠিক সময়ের আসলে দুপুর দেড়টার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

অন্যদের দেশে পাঠানো বিষয়ে তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে গাইড করেবেন সেভাবেই কাজ করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের একজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭১ জনের মধ্যে ৫১ জন নিহত হন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি