ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জুলাইয়ের মধ্যে পাঁচ সিটিতে ভোট: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জুলাই মাসের মধ্যেই পাঁচ সিটিতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা। এই পাঁচ সিটি হলো-রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর। এরইমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সিইসি।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সব অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন একযোগে ভোটগ্রহণ হয়েছিল চার সিটিতে। তার ২০ দিন পরেই ছিল গাজীপুর সিটির নির্বাচন। এই ৫ সিটিরই মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ একেবারে শেষের দিকে। আগে এসব সিটির নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার দলীয় প্রতীকে হবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি