ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

উড্ডয়নের ১৮ মিনিটে বিমানের জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:১৮, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে জরুরি অবতরণ করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানকে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

ড্যাশ-৮ মডেলের বিজি-৪৯৩ বিমানটি দুপুর ১২টায় উড্ডয়নের কথা থাকলেও উড্ডয়ন করে দুপুর ১২টা ২৮ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে যাত্রীদের প্রাণ রক্ষা করে ঢাকায় জরুরি অবতরণ করে বিমানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ইঞ্জিনে ‘প্রেসারজনিত সমস্যার’ কারণে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন পাইলট। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান নেপালের কাঠমান্ডুর ত্রিভুবনে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৪৯ যাত্রীর। পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার কারণে নিহতদের কয়েকজনের লাশ এখনও শনাক্ত করা যায়নি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি