ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

‘বিএনপি ক্ষমতায় এলে কেউ রেহায় পায় না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:০৮, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। আর বিএনপি এলে হয় লুটপাট। তাদের হাত থেকে কেউ রেহায় পায় না। বিএনপির হাতে জনগণ নিরাপদ থাকবে কীভাবে? তাদের নেতা কর্মীরাই তো তাদের হাতে নিরাপদ নয়। আজ বুধবার বিকালে পটিয়া সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, ঘর বাড়ি পুড়িয়েছে। এই চট্টগ্রামে ছোট্ট শিশুর উপর বোমা মেরেছে। শিশুটির চোখ নষ্ট হয়েছে।  ২৭ জন পুলিশকে তারা হত্যা করেছে। চলন্ত ট্রেন, বাস, ট্রেনে তারা আগুন দিয়েছে। বাবার সামনে ছেলে পুড়ে ছাই হয়েছে। মায়ের সামনে মেয়ে পুড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না। তিনি এসময় চট্টগ্রামের দুটি পুরনো হত্যাকান্ডের ঘটনা স্মরণ করে বলেন, এই চট্টগ্রামে ছাত্রলীগের আট নেতা কর্মীকে একসঙ্গে খুন করা হয়েছে। বিএনপির নেতা জামাল উদ্দিনকে অপরহণ করে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে আর উদ্ধার করা হয়নি। ছয় মাস পর তার কঙ্কাল পাওয়া গেল।
/ আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি