ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অগ্রযাত্রা যেনো হারিয়ে না যায় সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩২, ২২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা যেনো হারিয়ে না যায়, সেদিকে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনার বাংলা গড়ার সোপান উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহবান জানান। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত নয় বছরে উন্নয়নের সব সূচকে এগিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। গেল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মদিনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেয়ার ঘোষণা দেয় জাতিসংঘ।
এই অর্জন উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জাতিসংঘের সুপারিশপত্র তার হাতে তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এরপর রাষ্ট্রপতি, জাতীয় সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে।
সুপ্রীম কোর্ট, মন্ত্রীপরিষদ, তিনবাহিনীর প্রধানগন, পুলিশ,আনসার, মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কবি সাহিত্যিক, শিল্পি, খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই অর্জনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রধান, এডিবি, জাইকাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অভিনন্দন জানান দেশবাসীকে। এ অর্জন জাতির পিতার কারণেই সম্ভব হয়েছে, তার স্বপ্ন পূরন হচ্ছে উল্লেখ কওে বলেন, এই অর্জন জনগণের।
শেখ হাসিনা বলেন, অনেকে দাবায়ে রাখতে চেয়েছে কিন্তু পারেনি। এই অর্জনের মাধ্যমে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর দ্বার উন্মোচন হলো। এসময় আবোগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
অগ্রযাত্রা যেনো থেমে না যায়, যেনো পিছিয়ে না যায় এদেশ; সেই আহবানও জানান বঙ্গবন্ধু কন্যা।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পরবর্তী প্রজন্মকে দায়িত্ব পালনের আহবান জানান প্রধানমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি