ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্বাধীনতা দিবসে গুগলের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৯, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে ডুডল দিয়ে গুগলের শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে সেসময়ের পূর্ব পার্কিস্তান তথা আজকের বাংলাদেশ। যথাযথ মর্যাদা আর ভাব-গাম্ভীর্যের মধ্যের দিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব মহিমান্বিত এ দিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুগলও। বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেইজে গেলে তাদের ডুডলে (মাঝখানের মূল ছবি) দেখা যাবে বাংলাদেশের জাতীয় পতাকা। লাল-সবুজের পটভূমির ওপর নীল আকাশে পতপত করে উড়তে দেখা যাবে বাঙ্গালী জাতির পরিচয়বাহী লাল-সবুজ পতাকা।

বাংলাদেশের স্বাধীনতা এবং এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতেই এমনটি করা হয়েছে গুগলের পক্ষ থেকে এক ইন্টারনেট বার্তায় জানানো হয়। বিভিন্ন দেশের জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষ্যে গুগলের নিজস্ব ডুডলে পরিবর্তন আনার রেওয়াজ বেশ পুরনো। দিবসের পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতেও নিজেদের ডুডলে পরিবর্তন আনে গুগল। ডুডলে এসব দিবস অথবা ব্যক্তিবর্গের সাথে সংশ্লিষ্ট পরিবর্তন দিয়ে নিজেদের শ্রদ্ধা এবং স্মরণকে জানান দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি