ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাপ প্রয়োগ করুন: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নিশ্চিত করতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রপাল সিংয়ের সঙ্গে গণভবনে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. পুনম খেত্রপালকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। ইতোমধ্যে তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। এ ছাড়া তাদের পরিচয়পত্র সরবরাহ করেছি, যাতে তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন করতে পারি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১০ লাখ রোহিঙ্গার দেখভাল করার জন্য অন্তত ২৮ হাজার বাংলাদেশি শ্রমিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদে দেশটিতে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার মিয়ানমা, থাইল্যান্ড, চীন ও ভারতের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এসময় ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রপাল সিং বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শেখ হাসিনার নেতৃতত্বের প্রশংসা করে পুনম ক্ষেত্রপাল বলেন, বন্যা নিয়ন্ত্রণ, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের সারা বিশ্বের জন্য রুল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি