ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রফতানী আয় ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১১:৩৭, ২৩ মে ২০১৬ | আপডেট: ১১:৩৭, ২৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় চলতি অর্থবছরে রফতানী আয় ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, খাদ্য ঘাটতি মোকাবেলা করে চাল রফতানীর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া জ্বালানী সংকট নিরসনে চট্টগ্রামে স্থাপন করা হচ্ছে এলএনজি টার্মিনাল। লায়ন্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের ১৯তম বার্ষিক কনভেনশন উপলক্ষ্যে দু’দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্টিস্টিউটে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় লায়ন্স ক্লাবের প্রাক্তন ইন্টারন্যাশনাল ডিরেক্টর শেখ কবির হোসেন ও ইন্টারন্যাশনাল ডিরেক্টর এন্ড্রোসি লায়ন কাজি আকরাম হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে ব্যবসা-বাণিজ্যে মারাত্বক ক্ষতি হয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় রফতানী আয় ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ারও প্রত্যাশা করেন তিনি। দেশের অর্থনীতির চাকা দ্রুত এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বানিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে খাদ্য ঘাটতি মোকাবেলা করে বিদেশে চাল রফতানীর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানী সংকট নিরসনেও চট্টগ্রামে স্থাপন করা হচ্ছে এলএনজি টার্মিনাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশালের জেলা গর্ভনর লায়ন ম্ধোসঢ়;স্তাক হোসাইন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি