ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নুরজাহান বেগম ছিলেন নারী সাংবাদিকতার অগ্রদূত

প্রকাশিত : ১৫:১৭, ২৩ মে ২০১৬ | আপডেট: ১৫:১৭, ২৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

সওগাত সম্পাদক বাবা নাসিরুদ্দিনের হাত ধরে নুরজাহান বেগম নারী বিষয়ক পত্রিকা বেগম সম্পাদনায় এলেও হয়ে উঠেন নারী সাংবাদিকতার অগ্রদূত। মৃত্যুর আগ পর্যন্ত পুরাণ ঢাকার সওগাত প্রেসে বৈচিত্রপূর্ণ নানা সংখ্যা ছাপিয়ে নারীর অগ্রগতিতে অগ্রনি ভূমিকা রাখেন তিনি। সওগাত পত্রিকার সম্পাদক নাসির উদ্দিনের মেয়ে নুরজাহান বেগম ১৯২৫ সালে চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্ম নেন। নাসিরুদ্দিন ১৯৪৭ সালে বেগম পত্রিকাটি কলকাতায় প্রকাশ করলেও ১৯৫০ সালে ঢাকা থেকে বের হতে থাকে। সুফিয়া কামালের কয়েক মাস সম্পাদনার পরেই বাবার শিক্ষা এবং আদর্শে বেড়ে ওঠা নুরজাহান পত্রিকাটির দায়িত্ব নেন। ভাষা আন্দোলনের বছর তার বিয়ে হয় আরেক প্রতিভা রোকোনুজ্জামান দাদা ভাইয়ের সঙ্গে। বিষয় বৈচিত্রের বেগম হয়ে উঠে অগ্রসর পাঠকদের অন্যতম আকর্ষন । নারীদের শিক্ষা, অধিকার এবং নারীবান্ধব সমাজ গড়ে তোলার সংগ্রাম বেগম প্রত্রিকার মধ্য দিয়ে চালিয়ে গেছেন নুরজাহান বেগম। পুরাণ ঢাকার সওগাত প্রেসেই চলে ছাপার কাজ। ৯১ বছর বয়সী নুরজাহান বেগম জীবনের শেষ প্রান্তে পত্রিকার কার্যালয়ে যেতে না পারায় শেষদিকে তার মেয়ে ফ্লোরা বেগম কাজ চালান মায়ের নির্দেশণায়। নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য বহু পদক ও সম্মনতা পেয়েছেন নূরজাহান বেগম। মে মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। আশাও ছিলো তার,. অন্য অনেক বারের মতই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে ঈদ সংখ্যা বের করবেন। কিন্তু অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন, তবে অমর হয়ে থাকবেন প্রিয় পাঠকদের কাছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি