ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বৈরী হাওয়া বইছে দেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৬, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকা সহ সারাদেশে বৈরী হাওয়া বইছে। দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলের দু’একটি জেলায় ঝড়ো হওয়ার সঙ্গে শীলাবৃষ্টিও হয়েছে।

তবে রাজধানী ঢাকায় চৈত্রের খরতাপের পর গতকাল বিকেলে একপশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। আজ ভোর রাত থেকেই বৈরী হাওয়া সঙ্গে বৃষ্টি হয়েছে। তবে ঢাকায় সকাল ৮টার দিক থেকে কিছুটা কমতে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুরসহ কয়েকটি জেলায় এই ঝড়ো হওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।

এ ব্যাপারে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা, নোয়াখালী, যশোর, সিলেট অঞ্চলসহ দেশের নদীবন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালীতে ১৯ মিলিমিটার, নেত্রকোনায় ১৭ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ১৪ মিলিমিটার, পাবনার ঈশ্বরদীতে ৯ মিলিমিটার, কুড়িগ্রামের রাজারহাটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও বিকেল সাড়ে চারটার পরে চারদিকে অন্ধকার নেমে আসে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি