ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ওআইসি’র ১৫ তম বানিজ্য মেলায় প্রথমবারের মত অংশ নিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৩:১৫, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ২৪ মে ২০১৬

ইসলামী জোটভূক্ত দেশগুলোর সংগঠন ওআইসি’র ১৫ তম বানিজ্য মেলায় প্রথমবারের মত অংশ নিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে ৫ দিনের এ মেলায় ৩৫টি বাংলাদেশী প্রতিষ্ঠান তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছে। মেলা পরিদর্শনের সময় বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের পণ্যের রফতানি বাজার আরো সম্প্রসারিত হবে। রিয়াদ এক্সিবিশন সেন্টারে প্যাভিলিয়নগুলোতে শোভা পাচ্ছে বাংলাদেশের হস্তশিল্প, চামড়াজাত পন্য, খাদ্য এবং তৈরি পোশাকসহ বিভিন্ন সামগ্রী। মেলা পরিদর্শন করেন বাংলাশের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় এবছর রপ্তানী আয় সাড়ে ৩হাজার কোটি ডলার হওয়ার আশাবাদ প্রকাশ করেন তিনি। একই সাথে এধরণের মেলায় অংশ গ্রহণ অপ্রচলিত পন্য রফতানিতে সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য তার। দর্শনার্থীরাও আগ্রহ নিয়ে বাংলাদেশী ষ্টলগুলো ঘুরে দেখেন। অংশ নেয়া বাংলাদেশীরা ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। বায়রা কর্মকর্তারা জানান, এর মাধ্যমে জনশক্তি রফতানি আরো বাড়ার সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্ট সবার প্রত্যাশা এধরণের মেলায় অংশ গ্রহন অব্যাহত রাখবে বাংলাদেশ ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি