ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সরকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সেবামূলক বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার আহবান

প্রকাশিত : ১৫:৩০, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৭:৩০, ২৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

সরকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সেবামূলক বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তৃণমূল পর্যায়ে তথ্য সেবা নিশ্চিত করতে দায়িত্বপাপ্ত কর্মকর্তা নিয়োগেরও পরামর্শ তাদের। তবে আইন অনুযায়ি বেসরকারী ও ব্যাক্তিগত প্রতিষ্ঠানের তথ্য নিশ্চিতে বাধ্য বাধকতা না থাকায় সংশোধনের প্রস্তাব নিয়ে বিবেচনার কথা জানিয়েছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকরী ও গণমুখী করার বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য মত বিনিময় সভার আয়োজন করে তথ্য কমিশন। আলোচনায় গণমাধ্যম সংশ্লিষ্টরা পরামর্শ দেন, জবাবদিহীতা নিশ্চিত করতে বেসরকারী প্রতিষ্ঠানগুলোকেও এ আইনের আওতায় আনার। তবে তথ্য অধিকার আইন বাস্তবায়নের মধ্য দিয়ে গোপনীয়তার সংস্কৃতির অবসান হলেও, গণমূখী হয়নি বলে মিশ্র অভিজ্ঞতার কথাও জানান অনেকে। পরামর্শ বিবেচনা করে আইন সংশোধনের  উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে তথ্য কমিশন। কমিশনকে বাস্তবমূখী পদক্ষেপ নেয়ারও আহবান জানান সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি