ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:৩১, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৫:৩১, ২৪ মে ২০১৬

সূচকে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৮টি, কমেছে ১২৫টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স শূন্য দশমিক ২ পয়েন্ট কমে নেমে যায় ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮১টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি