ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ফৌজদারি আইনের ৫৪ ধারা এবং ১৬৭ ধারা সংশোধন সংক্রান্ত মামলায় আপিল বিভাগের নির্দেশনা অনুসারে ব্যবস্থা

প্রকাশিত : ১৮:০৫, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৮:০৫, ২৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

ফৌজদারি আইনের ৫৪ ধারা এবং ১৬৭ ধারা সংশোধন সংক্রান্ত মামলায় আপিল বিভাগের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উচ্চ আদালতের রায় কোন বাত্যয় হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তারা এ কথা বলেন। এদিকে, এই রায়ের বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। ফৌজদারি আইনের ৫৪ ধারা এবং ১৬৭ ধারা সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের সিদ্ধোন্তের পর আইনমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রায়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা  জনগণের স্বার্থে বিবেচনা করা হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ফৌজদারি আইনের ৫৪ ধারা এবং ১৬৭ ধারা সংশোধন সংক্রান্ত আদালতের রায় সবাইকে মেনে চলতে হবে। যদি ৫৪ ধারার অপব্যবহার  হয়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিচার করা হবে বলেও জানান তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, আদালতের নির্দেশনাগুলোর প্রকৃত বাস্তবায়নের ওপরই এর সার্থকতা আসবে। এই রায়ের মধ্যে দিয়ে এত দিনের জেকে বসা উপনিবেশিক মানসিকতার অবসান হলো বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি