ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এখন থেকে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হবে । ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা এবং উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা ।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা এ প্রস্তাবের অনুমোদন দেয় । সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান।   

তিনি জানান, ‘দিবস হিসেবে এটি হবে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ শ্রেণি’র।  গণতন্ত্র, নির্বাচন এবং ভোটার হতে তরুণ সমাজকে আকৃষ্ট করতে এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন তারিখে জাতীয় ভোটার দিবস পালন করে।’

মার্চ মাসকে কেন বেছে নেওয়া হয়েছে জানতে চাইল এনএম জিয়াউল আলম  বলেন, ‘আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ সমগ্র জনজীবনে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ বলে এই মাসে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি