ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হাসপাতালে ভর্তি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।

তিনি জানান,  ‘স্যার সকালে অফিসে এসেছেন । একটি মিটিংয়েও যোগ দিয়েছেন। মিটিং শেষে নিজ কক্ষে ফিরে নিজের বাম হাত অবশ বোধ করেন । এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় । চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের তেমন কারণ নেই । তবে তাকে পর্যবেক্ষণের  জন্য আজ (বুধবার) তাকে হাসপাতালে থাকতে হবে।’

তিনি আরও জানান, ‘স্যার স্বাভাবিক আছেন। সবার সঙ্গে কথাও বলেছেন।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি