ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

কোটা সংস্কারে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে সরকারের ওপর আস্থা রাখারও আহবান জানান। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন। যারা আন্দোলন করছেন, তাদের প্রতি আহবান জানাই, আপনারা সরকারের ওপর পূর্ণ আস্থা রাখুন। মেধাবীরা অবশ্যই মূল্যায়িত হবে।

তিনি বলেন, কোটা নিয়ে যদি আইন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব আসে, তবে আইন মন্ত্রণালয় দ্রুততার সঙ্গেই সম্পন্ন করবে।

বিএনপি নেত্রীর জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিন বিষয়টি আদালতের ওপর, এখানে সরকারের হাত নেই। এটা আদালতের এখতিয়ার।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি