ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বিদ্যুতের সিস্টেম লস কমে ১২ দশমিক ১৯ শতাংশে এসেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিদ্যুতের সিস্টেম লস কমে ১২ দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ ও নিবিড় তদারকি এবং সংস্থা ও কোম্পানির জনবলের নিরলস প্রচেষ্টায় বিদ্যুতের সিস্টেম লস গ্রহণযোগ্য পর্যায়ে হ্রাস পেয়েছে।

তিনি বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বিতরণ লস ছিল ১৪ দশমিক ৩৩ শতাংশ, সঞ্চালন লস ছিল ৩ দশমিক ০৬ শতাংশ এবং বিতরণ ও সঞ্চালন লস (মোট লস) ছিল ১৬ দশমিক ৮৫ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বিতরণ লস নেমে এসেছে ৯ দশমিক ৯৮ শতাংশে, সঞ্চালন লস ২ দশমিক ৬৭ শতাংশ এবং বিতরণ ও সঞ্চালন লস (মোট লস) ১২ দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি