ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৩৬, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে (এক অংক) নামিয়ে আনার প্রতি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে বাংকের সুদের হার কমাতে হবে। সিঙ্গেল ডিজিটে সুদহার না আসলে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়।

শুক্রবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে গত মাসে দলীয় এক অনুষ্ঠানেও একই কথা বলেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণের সুদের হার কমানোর কথা বলে আসছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের হার কমানোর কোনো নির্দেশনা এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে আসেনি বলে বলা হচ্ছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলনায় নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬৩ কোটি টাকা হস্তান্তরের পর তাদের তাদের উদ্দেশ্যে সুদহার কমানোর কথা বলেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি