ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গত নির্বাচনের ভুলত্র“টি কাটিয়ে ওঠায়, গাজীপুর সিটিতে এবার আওয়ামী লীগেরই জয় হবে, আশা দলটির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের। আর বিএনপির হাসান উদ্দিন সরকার বলছেন- ভোটারদের দেয়া প্রতিশ্র“তি পূরণ করায়, এবারও ধানের শীষের কোন বিকল্প নেই। তবে, উন্নয়নে সন্তুষ্ট নয় ভোটাররা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার ব্যস্ত হয়ে পড়েছেন ভোটের কলা-কৌলশ নিয়ে। নৌকার প্রার্থী মনে করেন, গাজীপুর শেখ হাসিনার ঘাঁিট। কিন্তু দলীয় কৌশলে ক্রটি থাকায়, প্রথম নির্বাচনে ভরাডুবি হয়েছে।

আর বিএনপির প্রার্থীর দাবি, তাঁর দলের মেয়র মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। তাই এবারও ধানের শীষেই মানুষের আস্থা।

তবে, পাঁচ বছরের উন্নয়নে সন্তুষ্ট নয় সিটিবাসী। তাই, ১৫ ই মে ভোট দেবেন হিসেব-নিকেশ করে।

গতবার বিএনপি-সমর্থিত অধ্যাপক এম এ মান্নান সাড়ে ৩ লাখ ভোট পেয়ে গাজীপুরের মেয়র হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লাহ পান আড়াই লাখ ভোট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি