ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে বড় মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ

প্রকাশিত : ১৪:৪৭, ১ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহিবুর রহমান ওরফে বড় মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে অমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা জানিয়েছে আসামীপক্ষ। মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও লুটের অভিযোগে মহিবুর রহমান ওরফে বড় মিয়াসহ তিন ভাইয়ের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সকাল সাড়ে দশটার কিছুপরে জনাকীর্ণ আদালতে রায় পড়া শুরু করেন বিচারপতি অনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। আসামীদের উপস্থিতিতে ২৪০ পৃষ্ঠার মূল রায় সংক্ষিপ্ত আকারে পড়ে শোনান তিন বিচারপতি। তাদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে সব ক’টি প্রমাণ হওয়ায় ১টি অভিযোগে মুজিবুর রহমানকে মৃত্যুদন্ড ও বাকি দু’জনকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদন্ড। বাকি তিনটি অভিযোগে দেয়া হয়েছে মোট ৩৭ বছরের সাজা। তবে, আসামীপক্ষ বলছে, উচ্চ আদালতে আপিল করবেন তারা। রাষ্ট্র ও আসামীপক্ষের শুনানি এবং মামলার সকল কার্যক্রম শেষে গেল ১১ মে রায়ের জন্য অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি