ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৯:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এবারের সম্মেলনে পদের সংখ্যা বাড়িয়ে গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে। কমিটিতে ত্যাগী ও মেধাবীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন দলের নেতারা। উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন ২৮ মার্চ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। গত ৯ জানুয়ারি গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের তারিখ ঘোষণা হয়। এরপর থেকেই শুরু হয়ে যায় সম্মেলনের প্রস্তুতি। সম্মেলন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়। এরই মধ্যে সংগঠনের ৭৭টি সাংগঠনিক জেলার মধ্যে ৬৯টির সম্মেলন হয়েছে। বাকী ৮টিও শেষ হয়ে যাবে এ মাসেই। পদের সংখ্যা বাড়িয়ে গঠনতন্ত্র সংশোধনের আলোচনা চলছে বলে জানান নেতারা। এবারের সম্মেলনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পরই সম্মেলন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটি ঘোষণা করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি