ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপারাজেয় বাংলার পাদদেশে এসে মিলিত হয়। এ সময় ছাত্র ফ্রন্ট সভাপতি ইমরান হাবিব রুমন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিষা চক্রবর্ত্তীসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রী নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি করে দলটি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, অর্থ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সদস্য মাসুক হেলাল অনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন। 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি