ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত : ২১:২৯, ১ জুন ২০১৬ | আপডেট: ২১:২৯, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার ঘটনায় দিনাজপুরে দায়ের করা একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক এই আদেশ জারি করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি’র আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেনÑ যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি