ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বের প্রায় সব দেশ

প্রকাশিত : ১৫:১০, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:১০, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বের প্রায় সব দেশ। একইসঙ্গে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জঙ্গিবাদ দমনে বিশ্ব নেতারা একমত হয়েছেন বলেও সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে দশটায়। শুরুতেই প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত বলেও জানান প্রধানমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকার নারীবন্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীর নিরাপত্তা তখনই সম্ভব যখন তারা আর্থিকভাবে সাবলম্বী হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি