ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগের মানববন্ধন ১৯ জুন

প্রকাশিত : ১৮:৪৪, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষে আগামী ১৯ জুন রাজধানীতে মানববন্ধন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই মানববন্ধন হবে। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। গাবতলী থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত মোট ১৪টি সড়ক এবং ৫১টি থানার আওতাধীন এলাকায় এই মানববন্ধন হবে। কর্মসূচি ঘোষণার সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চাইছে। এছাড়া, কোন ষড়যন্ত্রই ১৪ দলে বিভেদ তৈরি করতে পারবে না বলে মন্তব্য করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি