ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ভোগ্যপণ্যের মূল্য ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছেঃ সাঈদ খোকন

প্রকাশিত : ১৮:৪৩, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রমজানে প্রতিটি ভোগ্যপণ্যের মূল্য ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রাজধানীর কাপ্তানবাজারে মোবাইল কোর্ট পরিচালনা শেষে তিনি একথা বলেন। মেয়র জানান, রমজান মাস সামনে রেখে প্রতিদিন সাতটি টিম বাজার তদারকি করছে। নিরাপদ পণ্যের ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা জানিয়ে মেয়র বলেন, দ্রব্যমূল্য যাচাইয়ের পাশাপাশি ভেজাল বিরোধী অভিযান চলতে থাকবে সমন্বিতভাবে। বাজারে অনিয়ম দেখলে দক্ষিণ সিটি কর্পোরেশনের কন্ট্রোল নাম্বারে ফোন করার পরামর্শ দেন মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি