ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঈদে দেশীয় কাপড়ের কদর

প্রকাশিত : ১০:৩২, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১০:৩২, ১৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সাম্প্রতিক সময়ে পাকিস্তানী লন আর ভারতের বুটিক দেশের পোশাক বাজারে প্রভাব বিস্তার করলেও, ঈদে দেশীয় কাপড়ের কদর কমেনি। ক্রেতাদেরও আস্থা ফিরছে দেশে তৈরি পোশাকের প্রতি। ব্যবসায়িরা বলছেন, মান আর দামের দিক বিবেচনা করেই ক্রেতারা পোশাক কিনে থাকেন। বাহারি পোশাক হিসেবে পাকিস্তানের লন কাপড়ের আধিপত্য বেশ কিছুদিন ধরেই। হালকা, আরামদায়ক আর সাশ্রয়ী হওয়ায় বাড়ে এর বিকিকিনিও। তবে এখন কিছুটা ভাটা পড়েছে এসব কাপড় বিক্রিতে। ব্যবসায়িরাও এখন দেশীয় কাপড়ের সঙ্গেই বিক্রি করছেন এ’সব। বিভিন্ন দোকান ঘুরে দেখা দেখা গেছে, ঈদের কেনাকাটায় এবার দেশীয় কাপড়কেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। বছর কয়েক ধরেই রমরমা ব্যবসা চলছে ভারতের টিভি সিরিয়ালের কলাকুশলীর নামে তৈরি পোশাকের। এ’ বছরও যোগ হয়েছে কয়েকটি চরিত্র। তবে, অধিকাংশ ক্রেতাই দেশীয় পোশাক বেছে নিচ্ছেন ঈদের অনুষঙ্গ হিসেবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি