ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ ৩ জনকে হত্যা চেষ্টার সাথে জড়িত অভিযোগে জঙ্গি গ্রেপ্তার

প্রকাশিত : ১৪:২০, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ১৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ ৩ জনকে হত্যা চেষ্টার অভিযোগে জঙ্গি সুমন হোসেন পাটোয়ারিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, টুটুল হত্যা চেষ্টা ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকান্ডের দুই সমন্বয়কারী জঙ্গি শরীফ ও সেলিম সম্পর্কেও বিস্তারিত তথ্য মিলেছে। রাজধানীর লালমাটিয়ার প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও তার দুই বন্ধু হত্যা চেষ্টার অভিযোগে জঙ্গি সুমনকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিলো পুলিশ। বুধবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সাকিব শিহাব ওরফে সাইফুল নামেও পরিচিত এই জঙ্গি নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য। পুলিশের দাবি, গত বছরের ৩১ অক্টোবর টুটুল ও তার বন্ধুদের ওপর হামলায় সরাসরি অংশ নেয় সুমন । টুটুল ও তার বন্ধুদের হত্যা চেষ্টা এবং প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন হত্যাকান্ডের সমন্বয়কারী শরীফ ও সেলিম সম্পর্কেও বিস্তারিত তথ্য মিলেছে বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। গত ১৯ মে সুমনকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা এবং শরীফ ও সেলিমকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে গোয়েন্দা পুলিশ। আর তাদের ৩ সহযোগি সিফাত, রাজু ও সাজ্জাদকে ধরিয়ে দিতেও ২ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি