ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ১৮:৩১, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মানে বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তিপত্রে সাক্ষর করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার ও অর্থনৈতিক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম। বর্তমানে দেশের ১৬টি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মানের কাজ চলছে। কয়েক বছরের মধ্যে আরো ৩৩টি অর্থনৈতিক অঞ্চল নির্মানের পরিকল্পনা রয়েছে সরকারের। এই অর্থ সরকারের প্রস্তাবিত অর্থনৈকিত অঞ্চলের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাজশ্রী পারালকার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি