ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যানের জামিন স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত : ১৮:৩৯, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নগর পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তরল কোকেন সন্দেহে গত বছরের ০৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক ওসমান গনি বাদী হয়ে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা দায়ের করেন। র‌্যাব-৭ গত ১৫ জানুয়ারি  অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি