ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

একটি মহল টার্গেট কিলিংয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা

প্রকাশিত : ১৯:১৯, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৯:১৯, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে একটি মহল টার্গেট কিলিংয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। রোববার বিকেলে রাজধানীতে মানববন্ধনে এই মন্তব্য করেন তারা। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে বিএনপি- জামায়াত জোট জড়িত বলেও অভিযোগ করেন তারা। গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়তে, রাজধানীর চৌদ্দটি সড়কে একযোগে মানববন্ধন করে ১৪ দলীয় জোট। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত  প্রায় পঞ্চাশটি থানা এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন ১৪ দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশ যখন অর্জন আর সমৃদ্ধির পথে, তখনই বিএনপি-জামায়াত জোট গুপ্তহত্যায় মেতেছে। হত্যাকারী ও মদদদাতাদের রাজনৈতিকভাবে মোকাবেলার পাশপাশি পাড়া মহল্লায় শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা। গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূূচির অংশ হিসেবে সারাদেশে মানববন্ধনে অংশ নেয় লাখো নেতা-কর্মী।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি