ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে বেশি বরাদ্দ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:৩৭, ৫ জুন ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে, ভোটারদের সামনে উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে এরই মধ্যে বরাদ্দ বেশি দেয়া হয়েছে। বড় ১০টি প্রকল্পে বরাদ্দ থাকছে ৩০ হাজার কোটি টাকা। এছাড়া, দেশের আটটি অঞ্চলে, জেলা পর্যায়ে সড়ক প্রশস্ত করা সহ শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে আরো ৫টি মেগাপ্রকল্প থাকছে আসন্ন বাজেটে।

দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের শেষ ও জাতীয় নির্বাচনের আগের বাজেট। ফলে, অগ্রাধিকারমূলক ১০টি প্রকল্পে কাজের গতি সঞ্চার ও দৃশ্যমান অগ্রগতি’র বিশেষ, নির্দেশনাসহ বরাদ্দ থাকছে বাজেটে।

অবকাঠামো নির্মাণে বড় বরাদ্দে থাকছে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাজেটে সর্বোচ্চ ১১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

পদ্মা সেতুর জন্য রাখা হয়েছে ৪ হাজার ৩শ’ ৯৫ কোটি টাকা। 

আর, রাজধানীর সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন উদ্যোগ, মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি ১২ ভাগ। প্রকল্পটি বাজেটে বরাদ্দ পাচ্ছে, ৩ হাজার ৯শ’ দুই কোটি টাকা।

এছাড়া, কর্ণফুলী টানেল ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে উল্লেখযোগ্য বরাদ্দ থাকছে এবারের বাজেটে।

নতুন এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে যোগাযোগ খাত। বরাদ্দ রাখা হচ্ছে ৪৫ হাজার ৪শ’ ৪৯ কোটি টাকা।

দেশে আটটি অঞ্চলের গ্রামীণ জনপথের সড়ক রক্ষণাবেক্ষণ ও প্রশস্ত করতে আরো পাঁচটি মেগাপ্রকল্প থাকছে বাজেটে। যার, বরাদ্দ ৩ হাজার ৩শ’ ৬৮ কোটি টাকা। 

তবে, প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতি বিশ্লেষকরা।

সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের উপরই, বাজেট বাস্তবায়ন নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি