
দূরপাল্লার রকেট উৎক্ষেপনের জেরে উত্তর কোরিয়ার সীমাচন্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে তোলা হবে এ প্রতিরক্ষা ব্যবস্থা। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আরনেস্ট জানিয়েছেন, এ ব্যাপারে শিগগিরই আলোচনা শুরু হবে। স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়েছে উত্তর কোরিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে, আবারো এটিকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দাবি করেন তিনি। দক্ষিন কোরিয়াকে নিজেদের মিত্র উল্লেখ করে তিনি আরো জানান, তাদের রক্ষায় সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে এর ফলে চীন-মার্কিন সম্পর্কের অবনতি হতে পারে বলে আশংকা করছেন বিশ্লেষকরা।