ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মোটরসাইকেল চলবে সূর্যের আলোয়

প্রকাশিত : ১৭:১৫, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৫, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সূর্যের আলোয় চলবে মোটরসাইকেল। এমনই ই-বাইক বানিয়ে তাক লাগিয়েছেন নেত্রকোণার তরুণ উদ্ভাবক আতিকুর রহমান শরীফ। কোন জ্বালানী ছাড়াই শুধুমাত্র সৌরশক্তিতেই ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার গতিতে চলে তার উদ্ভাবিত বাইক। তবে, বিকল্প শক্তি হিসেবে থাকছে ইলেকট্রিক চার্জের ব্যবস্থা। বানিজ্যিকভাবে ই-বাইক তৈরিতে সরকারি সহযোগীতার আশ্বাসও পেয়েছেন শরীফ। নেত্রকোণা পৌর শহরের কাজী রোড এলাকার বাসিন্দা আতিকুর রহমান শরীফ। শৈশব থেকেই ছিলো নতুন কিছু আবিস্কারের নেশা। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেই হাত দেন ই-বাইক তৈরীর কাজে। তিন মাসের নিরলস শ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি করেন ই-বাইক। জ্বালানী হিসেবে সোলার প্যানেলের সাহায্যে চলবে তাঁর এই বাইক। একবার পুরো চার্জ হলে ঘণ্টায় ৮৫-৯০ কিলোমিটার গতিতে ১২০-১২৫ কিলোমিটার চালানো যাবে। সৌরশক্তি না থাকলে বিদ্যুতের মাধ্যমেও এটি চার্জ করা যাবে। পরিবেশবান্ধব এই বাইক তৈরী করতে খরচ পড়বে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এই আবিষ্কারে খুশি শরীফের বাবা-মা। স্থানীয়রা বলছেন, শরীফের উদ্ভাবিত ই-বাইক দেশ-বিদেশের নামকরা যেকোন বাইকের চেয়ে কম কিছু নয়। এই উদ্ভাবনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস মিলেছে প্রশাসনের কাছ থেকে। উদ্ভাবনী ক্ষমতা আর প্রচন্ড ইচ্ছাশক্তিই পারে মানুষকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিতে, আতিকুর রহমান শরীফ এর অনন্য দৃষ্টান্ত।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি