ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ঈদের ছুটিতে মুখরিত

প্রকাশিত : ১৯:৪২, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪২, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে মুখরিত চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় জমান সৈকত এলাকায়। এদিকে পর্যটন স্পটগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উৎসব-আনন্দে প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটিতে নগরবাসী ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। টানা ক’দিন বৃষ্টির পর আকাশে সূর্যের দেখা'মেলায়, বিনোদন পিপাসু অনেকে ছুটে যান পতেঙ্গা সমুদ্র সৈকতে। নানা বয়সী মানুষের পদচারনায় মুখর সৈকত। লঘুচাপের কারণে সাগরে নামতে না পারলেও উচ্ছ্বাসের কমতি নেই সৈকতে আসা দর্শনার্থীদের। ঈদ আনন্দে নগরীর বিনোদন কেন্দ্রসহ সমুদ্র সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে বাধভাঙা উচ্ছ্বাস-আনন্দে মেতে উঠেছেন সবাই।<ংঃৎড়হম> সমুদ্র সৈকত ছাড়াও চিড়িয়াখানা ও ফয়েস লেকেও মানুষের উপচে পড়া ভিড়। শুধু নগরবাসীও নয় চট্টগ্রামের বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও পরিবার পরিজয় নিয়ে ছুটে এসেছেন অনেকেই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি