ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৯:৪৫, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ায় রাতে  ও আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, নয়ন মনি, মিছবাহ উদ্দিন, সুমি আকতার ও পিয়া মণি। স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে ডুবে গতকাল রাতে এক শিশুর মৃত্যু হয়। এদিকে সকালে ৩ শিশু স্বজনের বাড়িতে যাওয়ার সময় জোয়ারের পানিতে হঠাৎ রাস্তা তলিয়ে গেলে প্রবল ¯্রােতের তোড়ে তারা  ভেসে যায়। পরে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে শোকাহত পরিবারকে সরকারীভাবে সহযোগিতা দেয়া হয়েছে। যেহেতু বেড়িবাঁধের কারনে কুতুবদিয়ার জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এজন্য সরকারীভাবে জনসাধারণকে সজাগ থাকতে বলা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি