ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাজধানীসহ সারাদেশ ভাসছে ঈদের আনন্দে

প্রকাশিত : ১৪:৫২, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫২, ৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

এখনো ঈদের আনন্দে ভাসছে রাজধানীসহ সারাদেশ। বিনোদন কেন্দ্রগুলোকে ঢল নানা বয়সের মানুষের। চিড়িয়াখানা থেকে নভোথিয়েটার কিংবা জাদুঘর থেকে শিশুপার্ক,  প্রায় সবজায়গায়ই বেড়াতে যাওয়া মানুষের ভীড়। মানুষের এই ঢল, ঢাকা চিড়িয়াখানার মূল গেইটের অনেক আগে থেকেই। ঘুরতে বেরুনো মানুষের প্রতিক্ষা প্রবেশ টিকেটের জন্য। ঈদের আনন্দ তাদের চোখে মুখে । বিনোদন প্রিয় মানুষের কাছে এবার রীতিমত সাড়া ফেলেছে বিমান বাহিনী জাদুঘর । পরিবার নিয়ে ঘুরছেন, জানছেন দেশের ইতিহাস আর ফিরছেন আনন্দ নিয়ে । কেবল উৎসবের সময়েই এমন সারি দেখা যায় বঙ্গবন্ধু নভোথিয়েটারে । অনেকে জানেন না এখানে কি দেখানো হয়, তবুও আনন্দের কমতি নেই । বিনোদনের সবচেয়ে পুরনো স্থানগুলোর মধ্যে শিশুপার্ক অন্যতম। ঈদের ২দিন পরেও আবেদন কমেনি বেড়াতে বের হওয়া মানুষের কাছে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি