ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৪

প্রকাশিত : ১৪:৫৮, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জ, সাতক্ষীরা ও শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মানিকগঞ্জের গোলড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই চালক। আহত হন ২০ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাতক্ষীরার শ্যামনগর ও হাদীপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শরীয়তপুরে বুড়িরচরে মারা গেছে ১ শিশু।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি