ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু

প্রকাশিত : ১৬:৫৪, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫৪, ৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় গেল তিন দিন ধরে চলমান যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশই বয়স্ক মানুষ। প্রচন্ড গরমে পানিশূন্যতা ও স্বাস্থ্যগত জটিলতার কারনে তাদের মৃত্যু হয়েছে। রোজার শেষে ঈদের ছুটি কাটাতে দেশটির বড় বড় শহরগুলো থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নামলেই বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরমধ্যে জাভা দ্বীপের ব্রেবেসের মহাসড়কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রায় ২০ কিলোমিটার যানজটে দীর্ঘ সময় আটকা পড়েছিল কয়েক লাখ মানুষ। প্রচন্ড গরমে তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি