আরও নতুন ৫ মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ২২:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আরও ৫টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে ৩১টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৪টি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নের পাশাপশি তিন হাজার ৯১৮ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৬৬টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে ৮টি ইনস্টিটিউট হেলথ টেকনোলজী স্থাপন এবং ৯টি নার্সিং কলেজ নির্মাণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, মাগুরা ও চাঁদপুর জেলায় নতুন সরকারি ৫টি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেয়েছেন।
তিনি বলেন, বর্তমানে শিশুর প্রজনন হার ২ দশমিক ৩ থেকে ২ দশমিক শূন্যে নামিয়ে আনা হয়েছে এবং জন্ম নিয়ন্ত্রণকারী সামগ্রী ব্যবহারকারীর হার ৬২ দশমিক ৪ থেকে ৭২ শতাংশে উন্নীত করা হয়েছে।
নাসিম বলেন, কিশোরী মাতৃত্ব হার কমানোসহ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমিয়ে আনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সরকার পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে ২৩০টি কর্মশালা, ৭ হাজার ২শ’টি ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, ২৮০টি পথনাটক, ৪শ’টি পল্লী গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এসএইচ/
আরও পড়ুন