ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্বাধীন ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন

প্রকাশিত : ১৮:১৫, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ১ অক্টোবর ২০১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ স্বাধীন ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। চট্টগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ রাউজান শাখার আলোচনা সভায় তারা বলেন, বর্তমান সরকারের সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সংগঠনের সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। পরে পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি