চতুর্থ দফায় ১০৭ উপজেলায় ভোট আগামীকাল (ভিডিও)
প্রকাশিত : ২০:৪২, ৩০ মার্চ ২০১৯

চতুর্থ দফায় ২২ জেলার ১০৭ উপজেলায় ভোট কাল। সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘœ ভোটের পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট রোববার। এ পর্যায়ে ভোট হবে ২২ জেলার ১০৭ উপজেলায়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫১, ভাইস চেয়ারম্যান ৫৩৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন চেয়ারম্যান, ২২ জন ভাইস চেয়ারম্যান ও ২৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১০৭ উপজেলায় ভোট কেন্দ্র ৯ হাজার ৭৪০টি। ভোটার ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন।
ভোটগ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার।
আরও পড়ুন