ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সরকারের ধারাবাহিকতায় জনগণ সুফল পাচ্ছে : ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২২:৩৪, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ০৮:৩৯, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,বর্তমান সরকার চট্টগ্রামসহ সারাদেশে সমান তালে উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছে। সরকারের ধারাবাহিকতার কারণে সুফল জনগণ পাচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে যার যার অবস্থান থেকে সবাইকে উন্নয়ন কাজে অংশ নিতে হবে।

তিনি বলেন,চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীর উপর দিয়ে এশিয়ান হাইওয়ে যাওয়াতে একদিন গাড়ি করে এ অঞ্চলের মানুষ হংকক যেতে পারবে।

শনিবার দুপুরে রাজধানির ইঞ্জিনিয়াস ইনস্টিটিউট হলে আনোয়ারা-কর্ণফুলী সমিতি ঢাকার মেজবান ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মানবতা হচ্ছে বড় ধর্ম। মানুষকে মানবতাবাদি হতে হবে। দেশ এগিয়ে যাবার সাথে সাথে মানুষের চিন্তা চেতনাকে এগিয়ে নিতে হবে।

আনোয়ারা-কর্ণফুলী সমিতি ঢাকা’র সভাপতি ব্রি জে মোহাম্মদ আযুব আনসারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শব্দের প্রবক্তা রেজাউল হক চৌধুরী মুশতাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবদুল করিম,কন্টোল অব অডিট জেনারেল মুসলিম উদ্দিন চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নের সাথে এ অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।

সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা গান করেন। অনুষ্ঠানে সমিতির মুখপত্র দেয়াঙ’ প্রকাশনার মোড়ক উম্মোচন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

মেজবানে চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীর জনসাধারণসহ ঢাকায় বসবাতরত চট্টগ্রামের বিপুল মানুষ উপস্থিত ছিলেন। সবাইকে মেজবানির সাদা ভাত, গরু ও খাসির গোশত দিয়ে আপ্যায়ন করা হয়।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি