ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

১০৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ (ভিডিও)

প্রকাশিত : ১২:১৫, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা ভোট শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ চেয়ারম্যান, ২২ ভাইস চেয়ারম্যান ও ২৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৪৮টি উপজেলায় নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে ২২ জেলার ১০৭ উপজেলায়। 

 

এসব উপজেলায়

চেয়ারম্যান পদে                ৩৫১ জন

ভাইস চেয়ারম্যান               ৫৩৩ জন

মহিলা ভাইস চেয়ারম্যান       ৪০৬ জন

ভোট কেন্দ্র                     ৯ হাজার ৭৪০

মোট ভোটার                    ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪

 

বরাবরের মতই সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে তা বাড়ছে। নাগরিক অধিকার প্রযোগে আগ্রহের কমতি নেই তাদের।

এদিকে বাগেরহাট, ফেনী, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও পটুয়াখালী সদরের সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট হচ্ছে।

ভোটগ্রহণ নিবিঘœ করতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ৪৮টি উপজেলায় অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট ছাড়াও নিজস্ব পর্যবেক্ষক রেখেছে নির্বাচন কমিশন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি