ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

‘অনিয়মের প্রমাণ মিললে ছাড় পাবে না এফ আর টাওয়ারের মালিক’

প্রকাশিত : ১৩:৫৯, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

 

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে এফ আর টাওয়ারের মালিককে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ রোববার সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান এবং সততা সংঘের সমাবেশে এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

দুদকের চেয়ারম্যান বলেন, বনানীর এফআর টাওয়ার ১৮তলা করার অনুমতি নিয়ে যারা ২৩তলা করেছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন,অনিয়ম নিয়মে পরিণত হয়েছে, অনিয়মও দুর্নীতি। তাই এসব অনিয়মে জড়িতরা রেহাই পাবেন না। জড়িতরা কোর্ট থেকে ছাড়া পেলেও দুদক থেকে ছাড়া পাবে না।

দুদক চেয়ারম্যান আরও বলেন,কথা দিচ্ছি, অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে আমরা এ বছরই আরও কঠোর হবো, যারা সরকারি সম্পদ লুট করেন, বিদেশে দেশের অর্থপাচার করেন, তারা এসব ফেরত না দিলে কঠিন পরিণতি হবে। তাদেরকে এখনই উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি