ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

খালেদাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি বিএনপির

প্রকাশিত : ১৪:১৭, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

কারাগারবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি বিএনপি। সোমবার (০১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেছেন, খালেদা জিয়া খবুই অসুস্থ। আমরা আশা করবো সরকার বিষয়টা বুঝে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা ব্যবস্থা নেবে এবং তার চিকিৎসার সর্বোচ্চ ভালো পরিবেশ তৈরি করবে। আমরা তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানাচ্ছি।

এর আগে দুপুর ১টার দিকে খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরনো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে আজ সোমবার ১২.৪০ মিনিটে থাকে কারাগারের একটি গাড়িতে করে বিএসএমএমইউতে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। চিকিৎসক চাইলে তাকে ভর্তি করা হতে পারে।

এর আগে সোমবার বেলা ১২টা ২০ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিএসএমএমইউর পথে রওনা হয়। ২০ মিনিটেই গাড়িবহর হাসপাতালে পৌছে যায়। সেখানে খালেদা জিয়ার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে প্রয়োজনে তাকে সেখানে ভর্তিও করা হতে পারে। কারাগার ও হাসপাতালসূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাসূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র ইতিমধ্যে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি