ভুয়া নিবন্ধনে সিম বেচলে জরিমানা
প্রকাশিত : ১২:২৩, ৩ এপ্রিল ২০১৯

ভুয়া নিবন্ধন এবং ভিওআইপি প্রযুক্তিতে ব্যবহার করে অবৈধভাবে কল আদান-প্রদানে কোনও অপারেটরের সিম শনাক্ত হলে প্রতিটি সিমের বিপরীতে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। মোবাইল ফোন অপারেটরদের নতুন করে এ নিদের্শনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গতকাল সোমবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সই করা ওই নির্দেশনাটি অপারেটরদের কাছে পাঠানো হয়।
এক গ্রাহকের সিম অন্য গ্রাহকের কাছে অবৈধভাবে বিক্রি এবং ভুয়া গ্রাহকের নামে নিবন্ধন, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়াই সিম চালু করে দেওয়া, ভিওআইপিতে ব্যবহার-এসব অপকর্ম নিয়ন্ত্রণে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সিমের বিপরীতে পাঁচ হাজার টাকা করে জরিমানা দেওয়ার সঙ্গে সিম নিবন্ধনের তারিখ থেকে ভিওআইপি কারবারে ধরা পড়া পর্যন্ত সময়ে ওই সিম থেকে যে পরিমাণ রাজস্ব আয় করা হয়েছে, তাও সংশ্লিষ্ট অপারেটরকে বিটিআরসির মাধ্যমে সরকারের কাছে জমা দিতে হবে। এ ছাড়া বিটিআরসি আরোপিত জরিমানা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অপারেটরের লাইসেন্স বাতিলসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, অন্যান্য অপরাধ কর্ম ছাড়াও ভিওআইপির অবৈধ কারবারে মোবাইল সিমের ব্যবহার চলছেই। গত ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বিটিআরসি ও র্যাবের ১৩টি যৌথ অভিযানে ওই অপকর্মে গ্রামীণফোনের ১৬৩, রবির দুই হাজার ৮৬৭, বাংলালিংকের ১৫৩ এবং টেলিটকের দুই হাজার ২৪টি সিম জব্দ করা হয়েছে।
একে//
আরও পড়ুন