ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

মহাকাশ স্টেশন স্থাপনে একধাপ এগিয়েছে চীন

প্রকাশিত : ১৮:৫৭, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

মহাকাশ স্টেশন স্থাপনে আরো একধাপ এগিয়ে গেল চীন। এ বিষয়ে খুটি নাটি পর্যবেক্ষণ করতে ২ নভচারীকে নিয়ে যাত্রা করে মহাকাশ যান শেনজু- ১১। এরই মধ্যে সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে নভোযানটি। সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবশেষে বহুল প্রত্যাশিত অভিযানের যাত্রা শুরু। সকাল সাড়ে সাতটায় উত্তরপশ্চিমাঞ্চলীয় গোবি মরুভুমি থেকে চীনা মহাকাশ ল্যাব টিয়াংগং-২ উদ্যেশ্যে রওনা হয় শেনজু-১১। সঙ্গে অভিজ্ঞ কমান্ডার জিং হেইপিং ও মহাকাশে অভিষিক্ত চেন ডং। চীনের ইতিহাসে দীর্ঘসময়ের এই অভিযানের উদ্যেশ্য সেখানে মানুষের বসবাস উপযোগিতা পরীক্ষা করা। উৎক্ষেপনের ১৯ মিনিট পর অভিযানের প্রাথমিক সফলতা ঘোষণা করেন কমান্ডার জাং ইয়োজিয়া। মার্কিন ও রুশ কতৃত্বে ভাগ বসাতে ২০২০ সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপন করতে চায় চীন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি