রাঙ্গামাটিতে পর্যটন স্পট
প্রকাশিত : ১০:৩১, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩১, ১৮ অক্টোবর ২০১৬
রাঙ্গামাটির আসামবস্তি-বড়াদম-কাপ্তাই সড়কের দু’পাশে প্রাকৃতিক সৌন্দর্য্যকে ঘিরে গড়ে উঠতে পারে কমিউনিটি ভিত্তিক পর্যটন স্পট। স্থানীয়রা মনে করেন, এতে ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটন স্পটের সংখ্যা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হলে পাল্টাবে এলাকার অর্থনৈতিক চিত্রও।
পাহাড় ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যরে জন্য দেশে ও বিদেশে পরিচিতি রয়েছে রাঙ্গামাটির। এখানকার মূল আকর্ষর্ণ বিস্তীর্ণ কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, নৌ ভ্রমণ ও ঝুলন্ত সেতুসহ বেশকিছু পর্যটন স্পট। তবে আসামবস্তি থেকে বড়াদম হয়ে কাপ্তাই সড়কের দু’পাশে প্রায় ২৫ কিলোমিটার অংশেও পর্যটন প্রসারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাস্তার দু’ধারে যেন থেমে থেমে হ্রদ আর পাহাড়ের মিলনে তৈরি মনোমুগ্ধকর প্রকৃতির ছবি। স্থানীয়রা বলছেন, পর্যটন স্পটের সংখ্যা বাড়লে আকৃষ্ট হবে আরো বেশি বেশি পর্যটক।
এখানকার সৌন্দর্য্য সহজেই মুগ্ধ করবে ভ্রমণ পিপাসুদের। কমিউনিটি ভিত্তিক ট্যুরিষ্ট স্পট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিকল্পিত উদ্যোগ নেয়া গেলে রাঙ্গামাটির এই এলাকার হৃদ-পাহাড়ের সৌন্দর্য্য টানবে লাখো পর্যটক, এমনই প্রত্যাশা স্থানীয়দের।
আরও পড়ুন